৪৫ জন প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে নির্দেশ জারি

দেশের ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে এ চিঠি দেওয়া হয়েছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ২৩ লাখ ৬৯ হাজার ১৪০ টাকা।

সোমবার (৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৮ মে, ২০২৫ তারিখে প্রেরিত স্মারকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২৪.০৪.২০২৫ তারিখের (সিভিল পিটিশন অব লিভ টু আপিল নং ৩৫৬৪/২০১৯.) সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২ এর রায়ের আলোকে ৪৫ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের সম্মতি প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে কর্মরত ৪৫ জন শিক্ষক দশম গ্রেড দাবি করে ২০১৮ সালে হাইকোর্টে একটি রিট আবেদন (নং-৩২১৪/২০১৮) দায়ের করেন। আদালত রিট আবেদনকারীদের পক্ষে রায় দিলে সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে লিভ টু আপিল (নং-৩৫৬৪/২০১৯) করা হয়। 

পরে সরকারের দাখিল করা সিভিল রিভিউ পিটিশন (নং-১২৪/২০২২)-এর শুনানি শেষে চলতি বছরের ২৪ এপ্রিল আপিল বিভাগ রায় দেন। রায় অনুযায়ী প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণে সম্মতি জ্ঞাপন করা হলো। উল্লেখ্য এটি কেবল ৩২১৪/২০১৮ নং রিট পিটিশনারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।