এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

বাড়ি ভাড়া মূল বেতনের সঙ্গে শতাংশ হারে বৃদ্ধিসহ অন্যান্য দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

তিনি জানান, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাতা ১ হাজার থেকে ২ হাজার টাকা এবং মেডিক্যাল ভাতা ৫০০ থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে শিক্ষকরা চেয়েছেন মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে বাড়ি ভাতা। এ বিষয়ে মন্ত্রণালয় সম্মত হয়েছে বলে জানান তিনি।

শিক্ষক নেতা আজিজী বলেন, মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা। দুপুর দেড়টায় শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং সেখানে সমঝোতা হয়।