হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’ করার অনুমোদন দেওয়া হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি পরিশোধ করায় ঢাকা জেলার হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটি এখন থেকে ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’ নামে পরিচালিত হবে। 

এদিকে  হাজী সেলিম রাজধানী পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ছিলেন। তার নামে থাকা ‘হাজী সেলিম ডিগ্রি কলেজ’ এখন থেকে ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’ নামে পরিচালিত হবে।