সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষককে বদলির আওতায় আনতে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গেছে। এ জন্য নীতিমালা সংশোধন করা হতে পারে।
রোববার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে আইনি জটিলতা এড়াতে সর্বজনীন বদলির বিষয়ে আলোচনা হয়েছে এবং তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত বিপুলসংখ্যক শিক্ষকের তথ্য সংগ্রহ করা নিয়ে জটিলতা হতে পারে, সেই আশঙ্কা থেকে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।
ওই কর্মকর্তা আরো বলেন, বদলি সবচেয়ে বেশি দরকার ছিল এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। কেননা তারা সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সুপারিশ পেয়েছেন। তাদের কষ্ট বিবেচনায় নিয়ে দ্রুত বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও ইনডেক্সধারী শিক্ষকরা বদলি নিয়ে আদালতে রিট করেছেন। যদি আইনিভাবে বিষয়টি মোকাবেলা করতে যাই, তাহলে বদলি চালু হতে অনেক সময় লেগে যাবে। সে জন্য ঝামেলা এড়াতে সর্বজনীন বদলির বিষয়টি ভাবা হচ্ছে।
মাউশির ওই কর্মকর্তা আরো বলেন, সর্বজনীন বদলি চালু করতে হলে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারীর তথ্য সংগ্রহ করতে হবে। এটি অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
যথাসময়ে বদলি চালুর চেষ্টা করবে সরকার। সর্বজনীন বদলি চালু করতে নীতিমালা পরিবর্তন করা লাগবে। সেটিও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।