নীলফামারীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা শ্রমিক হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৬টায় এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রউফুল্লাহ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক গোলাম রব্বানী, সৌরভ ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বৃটিশবিরোধী আন্দোলন থেকে সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশের শ্রমিক সমাজ। চব্বিশের আন্দোলনেও তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ঘামের ওপর আমাদের সভ্যতা দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের সমাজ তাদের যৌক্তিক পারিশ্রমিকসহ অধিকার প্রদানে ব্যর্থ। নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতে গেলে পুলিশের গুলিতে শহীদ হচ্ছেন তারা। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের পর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া হবে না। এর সুষ্ঠু বিচার করতে না পারলে ইনটেরিম সরকারকে পদত্যাগ করতে হবে।’
তারা আরো বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ভাইয়েরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন তখন রাষ্ট্রীয় বাহিনী তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এদিকে চব্বিশের আন্দোলনকারীদের ওপরে বারবার হামলা করছে যৌথবাহিনী। চব্বিশের বিপ্লবীদের প্রতি আপনাদের এতো ক্ষোভ কেন? আপনারা যদি চব্বিশের শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চালাতে ব্যর্থ হন তাহলে আগের শাসকের ন্যায় আপনাদেরও দেশ ছেড়ে পালাতে হবে।’