তিনদিন পর খুললো বাকৃবির কোষাধ্যক্ষ কার্যালয় 

টানা তিন দিনের আন্দোলনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। আন্দোলনের অংশ হিসেবে তালাবদ্ধ থাকা কোষাধ্যক্ষ কার্যালয় খুলে দেওয়া হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোষাধ্যক্ষের কার্যালয় খুলে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতভর শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনায় আশার আলো দেখা যায়। আলোচনায় প্রশাসন শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করে নেয় এবং আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেয়। 

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এএইচএম হিমেল জানান, ‘আজই সিন্ডিকেট সভা বসার কথা রয়েছে। আমরা আশাবাদী, এই সভায় একক ডিগ্রি প্রদান, বহিরাগতদের শাস্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসবে। দাবি পূরণ না হলে আমরা আবারও আন্দোলনে যাব।’

আন্দোলন সাময়িক স্থগিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সকাল থেকেই অফিসগুলো খুলেছে এবং উপাচার্য সকাল ১০টা ১৫ মিনিটে নিজ কার্যালয়ে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, সিন্ডিকেট সভার আগে শিক্ষার্থীদের সঙ্গে আরও একবার আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। এতে তাদের দাবিসমূহ আরও পরিষ্কার হবে এবং সিন্ডিকেটে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।