জাকসু নির্বাচন

গেটে অবস্থান নিয়েছেন বিএনপি-ছাত্রদল নেতারা, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করে বলেছেন, ‘ছাত্রদলের জাবি শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিকের নেতৃত্বে বিশ মাইল গেটে ছাত্রদল ও বিএনপির বহিরাগতরা অবস্থান করছে। তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।'  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আরিফুল্লাহ আদিব। 

তিনি বলেন, ‘নিয়ম ভঙ্গ করে ছাত্রদল প্যানেলের লিফলেট ভোট কেন্দ্রে বিতরণ করে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তাদেরকে প্রভাব বিস্তারের সুযোগ দিয়ে প্রশাসন ক্যাম্পাসে বিতামাসুলভ আচরণ করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কশিনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, একটা প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করেনি।’

সালাম-বরকত হলে ভোটার ২৯৩ জন, কিন্তু ব্যালট পাঠানো হয়েছে ৪০০ জন অভিযোগ করে তিনি বলেন, ‘এখানে মোট ১০৭টি অতিরিক্ত ব্যালট পাঠানো হয়েছে। বাকি ব্যালটে ভোট কারা দেবেন? তাজউদ্দীন হলে শিক্ষার্থীরা ভোট কারচুপির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ভোটারদের ছবি সম্বলিত কপি রিটার্নিং কর্মকর্তাদের নিকট থাকার কথা, কিন্ত নেই।’

আরিফুল্লাহ আদিব বলেন, ‘অব্যবস্থাপনার কারণে তাজউদ্দীন হল ও ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণ বেশ কিছু সময় বন্ধ ছিল। ভোট প্রদানকারীদের হাতে কালি দেওয়ার মতো কোনও ব্যবস্থা রাখা হয়নি কিছু ভোটকেন্দ্রে। এটি পরিকল্পিত ও ভোট রিগিংয়ের সম্ভবনা তৈরি করে।’