দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা ১০ মিনিটে ফল ঘোষণা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হবে এবং প্রতিটি পদের জন্য ভোটের হিসাব আনুষ্ঠানিকভাবে জানানো হবে।