বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২৪ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত অনলাইনে তথ্য এন্ট্রি এবং একই সময়ের মধ্যে ফি পরিশোধ ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এছাড়া চূড়ান্ত তালিকার (হার্ড কপি) প্রিন্ট করা যাবে ২৮ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
রোববার (২১ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি যোগ্যতা
> বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি যোগ্যতা হিসেবে জেএসসি, জেডিসি, জেএসসি (ভোকেশনাল) বা অষ্টম শ্রেণি পাসের সনদ থাকতে হবে।
> সরকারি প্রতিষ্ঠানের প্রথম শিফটে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ২০১৯ সাল বা পরবর্তী সময়ে উল্লিখিত পরীক্ষাগুলো পাস করতে হবে।
> তবে সরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাসের সনের শর্ত শিথিলযোগ্য।
> অষ্টম শ্রেণি পাসের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র (জন্মতারিখ উল্লেখসহ) এবং জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে হবে।
> শিক্ষার্থীর বয়স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কমপক্ষে ১২ বছর হতে হবে।
ফি নির্ধারণ
প্রতি শিক্ষার্থীর জন্য মোট ২৪০ টাকা ফি ধার্য করা হয়েছে। এর মধ্যে—
> ভর্তি আবেদন ফি: ৩০ টাকা
> ক্রীড়া ও সাংস্কৃতিক ফি: ৫০ টাকা
> রেড ক্রিসেন্ট ফি: ৮ টাকা
> বিজ্ঞান ও প্রযুক্তি ফি: ৭ টাকা
> স্কাউট/গার্লস গাইড ফি: ১৫ টাকা
> রেজিস্ট্রেশন ফি: ১৩০ টাকা
এসব অর্থ একত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও যাচাইয়ের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্য বিশিষ্ট রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। এন্ট্রির পর ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে সঠিকতা যাচাই করা হবে।
রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনোভাবেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না। এছাড়া চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট প্রতিষ্ঠানেই সংরক্ষণ করতে হবে।
আসন সংখ্যা
প্রতি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। এর মধ্যে ৪০টি মূল আসন এবং ১০টি ড্রপআউট শিক্ষার্থীর জন্য সংরক্ষিত থাকবে। প্রতিটি ট্রেডে ন্যূনতম ১২ জন শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ই-সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তবে রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।