বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন পরিদর্শন করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তারা আদালতের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।
শিক্ষার্থীরা জানান, নিয়মিত আদালত পরিদর্শন করলে বাস্তব জ্ঞান বৃদ্ধি পাবে এবং আইনি দক্ষতা গড়ে উঠবে। অনুজ শিক্ষার্থীদের জন্যও এ ধরনের কার্যক্রম চালু রাখা জরুরি বলে মত দেন তারা।
আইন বিভাগের শিক্ষার্থী রাফিয়া তাসনিম রিতি বলেন, ‘আইনের একজন শিক্ষার্থী হিসেবে কোর্ট ভিজিট আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। বইয়ের ধারা-উপধারা পড়া আর আদালতে তার বাস্তব প্রয়োগ—যেমন বিচারক ও আইনজীবীদের যুক্তিতর্ক কিংবা কাঠগড়ায় সাক্ষীদের জেরা—এসব কাছ থেকে দেখা সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতি দিয়েছে। এতে আইনকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ মনে হয়নি, বরং সমাজের প্রতিচ্ছবি হিসেবে দেখতে পেয়েছি। এটি আমাকে ভবিষ্যতে একজন ভালো আইনজীবী হওয়ার জন্য আরও অনুপ্রাণিত করেছে।’
পরিদর্শন চলাকালে শিক্ষার্থীরা আদালতের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন এবং সিনিয়র সহকারী জজ রাজিব হাসান আদালতের কার্যক্রম ও ফৌজদারি মামলার বিভিন্ন দিক সম্পর্কে তাদের ধারণা দেন। পাশাপাশি মামলার ফাইল করার প্রক্রিয়া, আদালতের নথি সংরক্ষণ এবং বিচার কার্যক্রম পরিচালনার বিষয়েও শিক্ষার্থীরা অবগত হন।
আইন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম সরাসরি দেখে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। নিয়মিত এ ধরনের আয়োজন তাদের আইনি জ্ঞান সমৃদ্ধ করবে।’
এ সময় আইন বিভাগের প্রভাষক কাউসার, শান্ত দেব রায় অর্ণ, জীবন নাহার তরীসহ ২৫তম ব্যাচের সব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।