শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে। রাজধানীর ১৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থী ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন।
সকাল আটটার আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা বিদ্যালয় ও কলেজগুলোতে ছিল পরীক্ষার্থীদের ভিড়। সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হয়। পরে ১০টায় পরীক্ষ শুরু হয়।
এদিকে ৪৯তম বিসিএসের (বিশেষ) ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।