রাকসু নির্বাচন

ছুটির দিনেও জমজমাট প্রচারণা

ছুটির দিনেও জমে ওঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা।

শুক্রবার (১০ অক্টোবর) দ্বিতীয় দফায় সকাল থেকেই প্রার্থীরা আবাসিক হলগুলোতে প্রচারণা চালানো শুরু করেন। এরপর জুমার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারনা চালান প্রার্থীরা। 

এসময় প্রার্থীরা ভোটারদের কাছে পরিচয়, ব্যালট নম্বর ও নির্বাচনি অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র দিতে দেখা যায়। এছাড়া বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদপ্রার্থী ফাহিম রেজা, এজিএস পদপ্রার্থী সালাহউদ্দিন, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের ভিপি পদপ্রার্থী মেহেদী মারুফসহ স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য প্যানেলের প্রার্থীরাও প্রচারণা চালায়।

অন্যদিকে ১৭টি আবাসিক হল সংসদের প্রার্থীরাও বিভিন্ন রুমে গিয়ে তাদের প্রচারণা চালায়। এ সময় তারা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরে দোয়া ও সমর্থন চান। পাশাপাশি তাদের প্যানেলের সব প্রার্থীকে প্রচারপত্র নিয়ে নিজেদের পরিচিত হতে দেখা গিয়েছে। 

এদিকে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু নির্বাচন হবে, সে অনুযায়ী অল্প সময়ের মধ্যেই নিজেদের প্রচারণা চালাতে এভাবেই ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের প্রার্থীরা।