৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ হতে পারে। সে লক্ষ্যে কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (১৫ অক্টোবর) পিএসসির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, ৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশের জন্য চেষ্টা করছে কমিশন। তবে অনেক বিষয় থাকার কারণে এদিন না হলে আগামী সপ্তাহে প্রিলির ফলাফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (২৬ অক্টোবর) শুরু হবে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ দ্রুতগতিতে চলছে।
কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফলাফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে এ সপ্তাহে বা সর্বোচ্চ আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।
এদিকে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শুক্রবার (১০ অক্টোবর)। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,বিশেষ এ বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬ জন।