রাকসুতে ভোট গ্রহণের দিনে বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, ‘আজকের নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। আমরা (পরিস্থিতি) পর্যবেক্ষণে রাখছি। তবে প্রশাসনকে বলব, কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ যেন না করা হয়।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ক্যাম্পাসে জুবেরী ভবনে স্থাপিত সৈয়দ আমীর আলী হলের কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মোস্তাকুর রহমান বলেন, ‘আজকে শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আনন্দটা পাচ্ছে, এই আনন্দটা আমরা আমাদের জীবনে কখনো পাইনি৷ আমরা আশা করছি, আল্লাহ তাআলা আমাদের ভালো ফলাফল দেবেন, ইনশাআল্লাহ৷ শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করবে৷ শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা প্রদত্ত ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করব, ইনশাআল্লাহ৷’
নির্বাচনে প্রভাব বিস্তার করতে বহিরাগতরা যেন কোনোভাবে ক্যাম্পাসে ঢুকতে না পারে, সে আহ্বান জানিয়ে শিবিরের এ প্রার্থী বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলব, নির্বাচনী যে ধারা, বহিরাগত প্রবেশ নিষেধ, সেটা সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখে।’
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রশাসনের বিষয়ে পর্যবেক্ষণ আমরা এখনই দেব না। সুষ্ঠুভাবে ফলাফল না হওয়া পর্যন্ত প্রশাসন ও নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা কোনো কিছুই বলতে চাই না। তারা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ যদি কিছু সময়ের জন্যও করে, সেটার ব্যাপারে আমরা অভিযোগ জানাব এবং পদক্ষেপ নেব।