মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

এইচএসসি পরীক্ষায় ৪৬ জনের গোল্ডেন প্লাসসহ ইংরেজি মাধ্যমে শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মির্জাপুর ক্যাডেট কলেজ সূত্র জানায়, চলতি বছর ২০২৫ সালে এই কলেজ থেকে ইংরেজি মাধ্যমে ৫৭তম ব্যাচের ৪৬ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ জন এবং মানবিক বিভাগ থেকে ৪ জন পরীক্ষায় অংশ নেয়। ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন গোল্ডেন প্লাসসহ ৪৬ জন ক্যাডেটই জিপিএ-৫ পেয়েছে।

ভালো ফলাফল অর্জন করায় উচ্ছ্বসিত শিক্ষক, অভিভাবক ও ক্যাডেটরা। ক্যাডেট ও কলেজ কতৃপক্ষের অক্লান্ত শ্রমের ফলে ইংরেজি মাধ্যমে ভাল ফলাফল অর্জন হওয়ায় কলেজের শিক্ষক, অভিভাবক ও ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম. ফয়সল পিএসসিসহ কলেজ পরিচালন পর্ষদের সদস্যরা।

মির্জাপুর ক্যাডেট কলেজের ভাইস প্রিন্সিপাল এটিএম মোয়াজ্জেম হোসেন ও এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল্লাহ আল মামুন বলেন, সেবার ব্রত নিয়ে মনোরম পরিবেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। কঠোর নিয়ম-শৃঙ্খলা ও দক্ষ পরিচালনায় প্রতিবছর জেএসসি এবং এসএসসি পরীক্ষায়ও ভাল ফলাফল অর্জন করে আসছে এই কলেজের ক্যাডেটরা।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম. ফয়সল বলেন, একজন ক্যাডেটকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য। মির্জাপুর ক্যাডেট কলেজের প্রতিটি সদস্য এই লক্ষ নিয়েই শিক্ষা দিয়ে থাকেন। চলতি বছর মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৬ জন ক্যাডেট গোল্ডেন প্লাসসহ শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে। আমরা এই ধারাহিকতা অক্ষুন্ন রাখতে চাই।