এইচএসসিতেও জিপিএ-৫ পেলো সেই যমজ দুই বোন 

রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছে যমজ দুই বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান। তাদের ধারাবাহিক সাফল্যে খুশি পরিবারসহ এলাকাবাসী।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে তাদের বাড়ি। তার বাবা মো. কামরুজ্জামান খোখন একজন ব্যবসায়ী এবং মা মাহমুদা জামান গৃহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রুবাবা জামান ও রুবাইয়া জামানের পিতা কামরুজ্জামন এবং মা মাহমুদা জামান জানান, প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও তারা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।

তারা আরও জানান, তাদের যমজ এই দুই কন্যা শিশু বয়স থেকেই অত্যন্ত শান্ত ও মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও তারা মেধার স্বাক্ষর বহন করে যাচ্ছে। ভবিষ্যতে তারা বিসিএস পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মেধা দিয়ে প্রশাসনের কর্মকর্তা চায়।

মেধাবী যমজ দুই বোন রুবাবা ও রুবাইয়া জানায়, এই সাফল্যের পেছনে রয়েছে আমার নানা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন সিদ্দিকী, নানী ঝর্ণা হোসেন সিদ্দিকী, বাবা কামরুজ্জাম ও মা মাহমুদা জামানসহ পুরো পরিবার। তারা প্রতিটা সময় আমাদের পেছনে সময় দিয়ে যাচ্ছেন। তাদের অনুপ্রেরণায় আমাদের এই পর্যন্ত আসা। এছাড়া আমার স্কুল ও কলেজের শিক্ষকসহ সহপাঠীরা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমরা ঋণী। ভবিষ্যতে আরও ভালো ফল করে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ পদ (ক্যাডার) কর্মকর্তা হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মেধাবী যমজ ২ বোন রুবাইয়া ও রুবাবা আমাদের এলাকার জন্য গর্ব। তাদের মতো সন্তান প্রতিটি ঘরে ঘরে প্রয়োজন।