রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাকসু নির্বাচন পর্যবেক্ষণ দলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন শুরুর পর থেকে প্রতিটি ভোট কেন্দ্রে যেয়ে ভোটারদের সঙ্গে ভোট গ্রহণের বিষয়ে কথা বলেছি। আমরা দেখেছি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এ সংক্রান্ত একটি রিপোর্ট আমরা রেজিস্ট্রার বরাবর লিখিত দিয়েছি।’
অধ্যাপক বলেন, ‘আমাদের কাছে কেউ ভোট কারচুপির অভিযোগ করেননি। আমরাও পাইনি। তবে কয়েকটি হলের ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে বেশি সময় লেগেছে।’
তিনি আরও বলেন, ‘ভোট ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল। এছাড়াও ব্যালট পেপার, বাক্সেও সমস্যা ছিল। কারণ এটি স্বচ্ছ হবার কারণে ব্যালটে কাকে ভোট দিয়েছে সেটা দেখা যাচ্ছে। তবে ভোট অংশগ্রহণমূলক হয়েছে সেখানে কোনো সন্দেহ নেই।