বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে রোববার (১৯ অক্টোবর) শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। খালি থালা ও প্লেট হাতে নিয়ে এই প্রতীকী প্রতিবাদ জানাবেন তারা।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এই কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষক জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
অধ্যক্ষ আজিজী বলেন, ‘আমরা এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, জাতির মেরুদণ্ড শক্ত করছি। অথচ নিজেদের জীবনে এখনো নেই নিরাপত্তা ও স্বীকৃতির নিশ্চয়তা। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি শুনলেও কোনো ফল পাইনি। এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই।’
তিনি বলেন, ‘এই দাবি শুধু শিক্ষকদের নয় এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্বশর্ত। সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। শিক্ষক সমাজ মর্যাদা চায়, করুণা নয়।’
এর আগে গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর ১৩ অক্টোবর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
যদিও সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর ঘোষণা এসেছে, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে কর্মসূচি আরও জোরদার করা হবে।