শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে আগামীকাল বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় তারা একটি যুক্তিনির্ভর, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির সূচনা করতে চায়। এ জন্য শাকসু নির্বাচন অপরিহার্য, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়। শাকসু শুধু প্রতিনিধিত্ব নয়, বরং সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে বলে মত দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বারবার শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে প্রশাসন আজও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’
তারা আরও জানান, গত ১৯ অক্টোবর মানববন্ধন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল প্রশাসনকে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
শিক্ষার্থীদের ভাষ্যে, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪-এর গণআন্দোলনের চেতনা ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এক বছর পেরিয়ে গেলেও এখনও একটি কার্যকর ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিবেশ তৈরি হয়নি।’
এ প্রেক্ষাপটে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা একত্রিত হয়ে শাকসু নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন।