শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অ্যাসেম্বলি ও শারীরিক প্রশিক্ষণ (পিটি) আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (২২ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) তে ক্লাস শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি করাতে হবে।
এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে, সেখানে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে। এই বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের সরাসরি দায়িত্ব পালন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
এ নির্দেশনা দেশব্যাপী সব শিক্ষা অফিস, প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।