মাদরাসা শিক্ষকদের প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের এনটিআরসিএর নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা বাস্তাবায়নে চিঠি দেয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের প্রয়োজনীয় কাগজপত্রসহ এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে। এছাড়াও নির্ধারিত একটি তথ্যছক পূরণ করতে হবে। প্রত্যয়নপত্র যাচাইয়ে কোনো ফি দেয়ার প্রয়োজন নেই। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য মাদরাসা প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে। 

এর আগে এনটিআরসিএ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। তারই প্রেক্ষিতে এনআরসিএর বিজ্ঞপ্তি সংযুক্ত করে এবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর চিঠি পাঠিয়েছে মাদ্রাসা প্রধানদের। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো বলে অধিদপ্তরের চিঠিতে বলা হয়। 

এনটিআরসিএর মূল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে ইস্যু করা শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তার প্রতিষ্ঠানে কর্মরত কোন শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই করার প্রয়োজন হলে নিচের ছক মোতাবেক তথ্য ও বর্ণিত কাগজপত্রসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক-সরাসরি-ডাকযোগে-কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।

প্রত্যয়নপত্র যাচাই আবেদনের জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। তা হলো- যেসব প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে কর্মরত কোন নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই করতে ইচ্ছুক তারা সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র, নিয়োগপত্র ও যোগদানপত্র প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত করে প্রতিষ্ঠান প্রধানের ফরোয়ার্ডিংসহ চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বরাবর স্বয়ংসম্পূর্ণ আবেদন রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা), ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।