৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের গুগল ফর্ম পূরণের নির্দেশ পিএসসির

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের আগামী রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে অনলাইনে নির্দিষ্ট লিংকে (https://forms.gle/cVb8Bcw7V8iqMjpc6) প্রবেশ করে ফর্মটি পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ না করলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষার প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে।

এর আগে, ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থীকে বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর আগারগাঁও, শেরে বাংলা নগরে।

উল্লেখ্য, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২২ সালের ৩০ নভেম্বর। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার জনেরও বেশি প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯ মে এবং এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।