রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে ‘ঐশী তান, মরমি আলাপন’ শিরোনামে রেমিয়ান্স কালচারাল ক্লাব আয়োজিত এই ‘কাওয়ালি সন্ধ্যা-২০২৫’ অনুষ্ঠিত হয়।
মনোমুগ্ধকর আধ্যাত্মিক সুর, দর্শকদের উচ্ছ্বাস ও সুশৃঙ্খল আয়োজন এক ভিন্ন আবহ সৃষ্টি করে পুরো অনুষ্ঠানকে পরিণত করে এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক মো: জাহেদুল হক, রেমিয়ান্স কালচারাল ক্লাবের মডারেটর ও প্রভাষক মো. তারিকুল ইসলাম, শিক্ষকমণ্ডলী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রায় এক হাজার শিক্ষার্থী কাওয়ালির মরমি আবেশে সন্ধ্যাটি উপভোগ করেন। অনুষ্ঠানের সূচনায় কাওয়ালি তত্ত্ব পাঠ করেন কলেজের কালচারাল প্রিফেক্ট নাহিয়ান জামান সাম্য। তিনি বক্তব্যে তুলে ধরেন কাওয়ালির আধ্যাত্মিক শিকড়, সাংস্কৃতিক গুরুত্ব এবং উপমহাদেশীয় সংগীতে এর গভীর প্রভাব।
তিনি উল্লেখ করেন, কাওয়ালি শুধু বিনোদন নয়- এটি আমাদের সংস্কৃতির বৈচিত্র্য, উদারতা ও আত্মার সঙ্গে সংযোগের এক মরমি মাধ্যম, যা বর্তমান তরুণ সমাজও গভীরভাবে ধারণ করছে।
এদিকে পুরো আয়োজন জুড়ে ছিল নানা পরিবেশনা, আধ্যাত্মিক সুর, তান ও তাল-যা দর্শকদের মন জয় করে নেয়। রেমিয়ান্সদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ‘কাওয়ালি সন্ধ্যা–২০২৫’ হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক সমাবেশ।