পিছিয়েছে শাকসু নির্বাচন, পুনঃতফসিল আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে আলোচনা সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে বিকেলে সভা শেষ হয়।

সভায় ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রীসংস্থা, আপ বাংলাদেশ, ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। সভা শেষে সর্বসম্মতি প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এসময় শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পুনঃতফসিল ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ তফসিল ঘোষণা করে ১৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছিলেন। তবে দিনটি ছুটির মধ্যে হওয়ায় শিক্ষার্থীরা ওই তারিখের বিরোধিতা করে আসছিলেন।