শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই বার্ষিক পরীক্ষা শুরু

দাবি আদায়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করলেও বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে নির্ধারিত সময়েই বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

গত ২৭ নভেম্বর থেকে সহকারী শিক্ষকদের একটি অংশ গ্রেড-১১ বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন এবং আজকের পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই, ভোলার চরফ্যাশন, কুমিল্লার চৌদ্দগ্রাম, জামালপুরের বকশীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা জানান, নির্দেশনা পেলেও শিক্ষার্থীদের স্বার্থে তারা পরীক্ষা নিচ্ছেন। 

অনেকেই বলেন, সমিতির পক্ষ থেকে পরীক্ষা বন্ধ রাখার নোটিশ এলেও বিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, তবে বিষয়টি প্রকাশ্যে জানাতে চাইছেন না কেউ।

রাজধানী ঢাকার বেশ কয়েকটি বিদ্যালয়েও সকালে যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে। নীলক্ষেত এলাকায় কিছু স্কুলে সামান্য বিলম্ব হলেও পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষকরা বলেন, আন্দোলন চললেও শিশুশিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটুক সেটা চান না। পাশাপাশি তাদের ন্যায্য দাবি সরকার বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন। তারা জানান, পরীক্ষা নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে।

অভিভাবকরা উদ্বেগ জানিয়ে বলেন, শিক্ষক আন্দোলনের কারণে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছে। তাই উভয়পক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তারা।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতিও আজকের পরীক্ষা যথাসময়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সংগঠনের বিজ্ঞপ্তিতে সকল প্রধান শিক্ষককে পরীক্ষার সুষ্ঠু সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।