সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মধ্যে হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষাপ্রতিষ্ঠানসমুহের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় চলমান রাখার নির্দেশনা দিয়ে পরীক্ষায় বিঘ্ন সৃষ্টিকারীদের তথ্য চাওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাতে জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো পৃথক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো পৃথক দুই চিঠিতে বলা হয়, সরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানসমূহের চলমান বার্ষিক/নির্বাচনী পরীক্ষা যথারীতি অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সারাদেশের সরকারি স্কুল অ্যান্ড কলেজ/সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে গ্রহণে সহযোগিতা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পরীক্ষা গ্রহণে কোনো বিঘ্ন সৃষ্টি হলে সরেজমিনে তদন্ত করে বিঘ্ন সৃষ্টিকারীদের নাম, পদবি ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপ-পরিচালকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে হবে।
অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো অপর এক চিঠিতে বলা হয়, সরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/ স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের চলমান বার্ষিক/নির্বাচনী পরীক্ষা ২০২৫ যথারীতি অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে কোনো বিঘ্ন সৃষ্টি হলে বিঘ্ন সৃষ্টিকারীদের নাম, পদবি ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে হবে।