তাহসান খানের দ্বিতীয় সংসারও ভাঙছে!

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই তারকার ঘর ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘদিনের গুঞ্জন শেষে তাহসান নিজেই গণমাধ্যমের কাছে বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় অন্তরালে থাকতে পছন্দ করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন তাহসান। তিনি জানান, গত বছরের (২০২৫) জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন।

তাহসান বলেন, ‘খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ মূলত বিবাহবার্ষিকী নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ভুয়া খবর নজরে আসায় তিনি নিজেই সত্যটি প্রকাশের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘ এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ স্টুডিও রয়েছে। বিয়ের পর তারা বেশ সুখেই আছেন বলে ভক্তদের ধারণা থাকলেও, মাত্র কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত তা বিচ্ছেদে রূপ নেয়।

বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসার পর ভক্তমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে তাহসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে রোজা আহমেদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।