৭৮টি ঘুমের ওষুধ খেয়ে যেভাবে বেঁচে ফিরলেন গায়িকা

দাম্পত্য কলহ ও চরম মানসিক অবসাদের জেরে ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। 

যমদুয়ার থেকে ফিরে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক ও ট্রোল। অনেকেই প্রশ্ন তোলেন- এতগুলো ওষুধ খেয়েও মানুষ বাঁচে কী করে? বিষয়টিকে ‘নাটক’ বলে কটাক্ষ করায় অবশেষে ফেসবুক লাইভে এসে মুখ খুললেন তিনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) থেকেই তিনি ফের গানের জগতে ফিরছেন।

বুধবার সকালে ফেসবুক লাইভে এসে দেবলীনা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি যেটা করেছি, সেটা একেবারেই ঠিক ছিল না। প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গিয়ে এক মুহূর্তের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম।’

যারা একে নাটক বলছেন, তাদের উদ্দেশে তিনি জানান, ৭৮টি ঘুমের ওষুধের কথা চিকিৎসকরাই পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখেছেন। সে রাতে তার শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাকে গাড়ি থেকে নামানোর মতো পরিস্থিতিও ছিল না।

দেবলীনা বিশ্বাস করেন, ভক্তদের প্রার্থনা আর গানের টানেই ঈশ্বর তাকে নতুন জীবন দিয়েছেন। সব নেতিবাচক সমালোচনা পেছনে ফেলে আজ ১৫ জানুয়ারি থেকেই তিনি আবার মঞ্চে ফিরছেন। যারা তাকে নিয়ে ট্রোল করে ভিউ কামাচ্ছেন, তাদের পাত্তা না দিয়ে নিজের কাজের মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যেতে চান এই শিল্পী।