শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো কাটেনি শঙ্কা। আর এমন অবস্থায় চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার করেছিলেন ৭৫ বছর বয়সী এই শিল্পী। তার সেই আবদারে তাকে স্যান্ডউইচ সরবরাহ করে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকেন স্যান্ডউইচ ছাড়া অন্য কিছু না খেতে চাওয়ায় তাকে স্যান্ডউইচ দেওয়া হয়েছে।
গত ২৯ জানুয়ারি সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগ বিশেষজ্ঞ, ফুসফুস রোগ বিশেষজ্ঞ ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্ট করে সুমন লিখেন, শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠব। চিন্তা করবেন না। সূত্র : আনন্দবাজার