আইসিইউতে অভিনেতা মিঠুন চক্রবর্তী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কলকাতার একটি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন তিনি।

সকালে হাসপাতালে নিয়ে গেলে শারীরিক পরীক্ষা শেষে জানা গেছে, মিঠুনের সেরিব্রাল স্ট্রোক হয়েছে। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে অভিনেতাকে।

টলিউডের হিট জুটি মিঠুন-দেবশ্রী রায়। সম্প্রীতি আবারও এক সাথে জুটি বেধে ‘শাস্ত্রী’ ছবিতে কাজ করছেন তারা। দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্পের অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। ছবিটির চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক ও অরিত্র বন্দ্যোপাধ্যায়। ‘শাস্ত্রী’ ছবিটি প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।