টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংসদ সদস্য পদ থেকে ‘পদত্যাগ’ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন তিনি। যদিও মমতা এখনো সেই পদত্যাগপত্র গ্রহণ করেননি। বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী নিজেই।
মিমি বলেন, রাজনীতি আমার জন্য নয়। এটা আমি বিশ্বাস করি। আমি নিজের দল তো ছেড়েই দিলাম, অন্য দলকে নিয়ে কখনো খারাপ কথা বলিনি। তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে? আমি দিল্লিতে থাকলে বলা হয় সংসদ সদস্য তো দিল্লিতেই থাকেন। আবার কলকাতায় থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না। তাহলে রাজনীতি করে লাভ কী হলো।
অভিনেত্রী আরও বলেন, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। মিমি চক্রবর্তী যদি খারাপ কিছু করত, সবার আগে শিরোনামে উঠে আসত। আমি জেনে-বুঝে জীবনে কারো কোনো ক্ষতি করিনি। আমি রাজনীতিক নই। কখনো রাজনীতিক হব না।
২০২৪ সালে যাদবপুর থেকে আবারও কি প্রার্থী হবেন মিমি? এর ব্যাখ্যা দিয়ে তিনি স্পষ্ট বলেন, আইনত রাজনীতি থেকে সরতে যা যা করার সেটা আমি করেছি। দলের সদস্যপদ এখনও রয়েছে। আর প্রার্থী হতে চাই না। সূত্র : হিন্দুস্থান টাইমস, নিউজ ১৮।