সামনে ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন। এর মধ্যে চলে এসেছে প্রার্থীদের তালিকা। তবে এবারের প্রার্থী তালিকা সামনে আসতে দেখা গেল, দেব পদত্যাগ করার পর ফের ভোটে দাঁড়াচ্ছেন। কিন্তু প্রার্থী তালিকায় নাম নেই মিমি চক্রবর্তীর। বাদ গেছেন নুসরাত জাহানও। বরং সেই তালিকায় নতুন যোগ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলি থেকে ভোটে দাঁড়িয়েছেন। রচনার বিপরীতে এই আসনে রয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়।
কিন্তু রাজনীতিতে পা দেয়ায় একেবারেই খুশি নন নায়িকার ছেলে প্রণীল। বরং তার একটু মন খারাপ। ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন প্রচারের অ্যাকশন প্ল্যান। সুতরাং ব্যস্ততা আগের তুলনায় অনেক বেশি। সংবাদমাধ্যমকে রচনা জানিয়েছেন, প্রণীল আমাকে জিজ্ঞাসা করেছে। মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে? ওর চোখে মুখে একটু দুঃখ দুঃখ ভাব ছিল। আমি কিন্তু ওকে বলে দিয়েছি। এবার থেকে হুগলিতে থাকতে হবে। তবে তোমার পাশে আমাকে সবসময় পাবে।
রচনার ছেলে প্রণীল এবার উচ্চমাধ্যমিক দেবে। তারপর বাইরে পড়তে যাবে সে। রচনার কথায়, ওই সময় ছেলের একটা আলাদা জগৎ তৈরি হবে। তাই এই সময়টাই সুযোগ নতুন কিছু চ্যালেঞ্জ নেওয়ার। তাই রাজনীতিতে পা রাখা।
রচনা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যাকে সম্মান জানাতেই আমি রাজনীতিতে এসেছি।’ তিনি আরও বলেন, আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। দিদি নম্বর ওয়ান করতে গিয়ে বহু মানুষের কথা। মহিলাদের কথা জেনেছি। অনেকে নিজের পায়ে দাঁড়িয়েছেন। এটা আমাকে মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।
রচনা বলেন, হুগলি কঠিন হলেও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। মানুষ আমার সঙ্গে নিশ্চিত থাকবেন।
উল্লেখ্য, বহুদিন ধরেই শোনা যাচ্ছিল দলের অন্দরে ক্ষোভ বাড়ছে নুসরাত জাহানকে নিয়ে। গত এক মাসে যখন উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, তখন একবারও সন্দেশখালীতে দেখা যায়নি নুসরাতকে। গত পাঁচ বছরে বসিরহাটেই গিয়েছিলেন হাতেগোনা কয়েকবার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।