মাছ খেতে খুব পছন্দ করেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতের মুম্বাইয়ে থাকলেও মাছে-ভাতে বাঙালি তিনি। এবার মাছের বাজারে দরদাম করতে দেখা গেল মহাগুরুকে।
টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর নতুন সিনেমার শুটিংয়ের জন্যই মিঠুনকে মাছের বাজারে দরদাম করতে দেখা গেছে। যদিও পুরোটাই সেটে শুটিং হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন রাজ। সেখানেই পরিচালককে দেখা গেল সিনেম্যাটোগ্রাফার অবতারেও। রাজের এই নতুন প্রজেক্টে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। যেখানে ঋত্বিকের বাবার ভূমিকায় দেখা যাবে মহাগুরুকে।
ছবিতে দেখা গেল, পরিচালকের নির্দেশ মেনে একের পর এক শট দিচ্ছেন মহাগুরু। কে বলবে গত মাসেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা! রাজ চক্রবর্তী বলেন, মিঠুনদা খুব খুশি হয়েছেন শুটে এসে। বারবার প্রশংসা করছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।