বিবাহবার্ষিকীর তারিখ ভুলে গেছেন টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। শনিবার (১১ মে) ভোরে পশ্চিমবঙ্গের বীরভূমে দলের নির্বাচনী প্রচারে গেছেন রাজ। আজ ছিল তার আর শুভশ্রী গাঙ্গুলীর ষষ্ঠ বিবাহবার্ষিকী।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে রাজ বলেন, বিরাট ভুল করে ফেলেছি! এখানে প্রচারে এসে সবাই আমাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। তারপর আমার মনে পড়েছে।
সঞ্চালক তাকে প্রশ্ন করেন শুক্রবার রাতে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো পরিকল্পনা কি ছিল না? রাজ জানালেন, তাকে কেউ বিশেষ দিনটি আর আলাদা করে মনে করিয়ে দেননি। তার কথায়, ‘‘মনে হয়, সকলে আমার পরীক্ষা নিচ্ছিলেন যে ঠিক দিনটা মনে রেখেছি কি না। আবার এ রকমও হতে পারে, শুভ হয়তো আমার তরফে কোনো চমকের অপেক্ষায় ছিল।’’ বাড়ি থেকে বেরিয়ে শুভশ্রীকে মেসেজ করেছেন রাজ। উত্তর এসেছে, ‘‘সাবাধানে যেও।’’ তখনও পরিচালক বুঝতে পারেননি বিষয়টা। পরে বীরভূম পৌঁছতে শুভেচ্ছাবার্তায় স্পষ্ট হয় সবটা। রাজ মজা করে বললেন, ‘‘প্রত্যেক বার পরীক্ষায় পাশ করে যাই। এ বার ফেল করে গিয়েছি।’’
তবে রাজ বিবাহবার্ষিকীর দিনটা ভুলে গেলেও শুভশ্রী কিন্তু তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম শুভেচ্ছা জানাতে ভোলেননি। রাজের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সঙ্গে লিখেছেন, ‘‘আমার ভালবাসা, তোমাকে ষষ্ঠ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’’
২০১৮ সালে রাজ-শুভশ্রী সাত পাকে বাঁধা পড়েন। তাদের দুই সন্তান ইউভান ও ইয়ানিলি। এই মুহূর্তে রাজ নির্বাচন নিয়ে ব্যস্ত। তার পর মিঠুন চক্রবর্তীকে নিয়ে তার ছবিটির শুটিং শেষ করবেন পরিচালক। রাজ পরিচালিত ‘বাবলি’ ছবিটি মুক্তির অপেক্ষায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।