দিদি নম্বর ওয়ানের মঞ্চ ছাড়ছেন না রচনা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে সদ্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী ও সঞ্চালক রচনা ব্যানার্জি। এখন তিনি রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়বেন এটাই স্বাভাবিক। তাই রচনা ব্যানার্জির ভক্ত অনুরাগীরা চিন্তিত ‘দিদি নম্বর ওয়ান’ এর কাণ্ডারির ভূমিকায় রচনাকে মঞ্চে দেখা যাবে তো? ভক্ত অনুরাগীদের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রচনা নিজেই।

RACHONA 2

হুগলির এক মন্দিরে পূজা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘রাজনীতিবিদ হিসেবে ব্যস্ততা বাড়বে। তবে ‘দিদি নম্বর ওয়ান’ এবং এই নতুন দায়িত্ব সামলাতে তেমন অসুবিধা হবে না আশা করছি। দুদিকের দায়িত্বই সমানভাবে পালন করব।’

লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের টিকেটে রচনা ভোটে দাঁড়িয়েছিলেন হুগলি আসন থেকে। অমনি সেই আসনের খবর জানতে মানুষের কৌতুহল বেড়ে যায়। কারণ ২০১৯ সালের নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হন এক সময়ের অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। এবার হারানো আসন ফের দখলে নিতে লকেটের বিপরীতে ভোটের মাঠে রচনাকে দাঁড় করিয়ে দেন মমতা। শেষ পর্যন্ত লকেটকে ৭৬ হাজার ৭৫৩ ভোটে পরাজিত করেছেন রচনা।

RACHONA 3

রচনার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। নব্বইয়ের দশকে বাংলা সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখানোর পর রচনা ব্যানার্জি নামে পরিচিতি পান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন রচনা। জুটি বেঁধে ৩৫টির বেশি সিনেমা করেছেন তারা। অমিতাভ বচ্চনের সঙ্গেও সিনেমা করেছেন রচনা।