কলকাতার পূজামণ্ডপে পরীমণির সিনেমার পোস্টার

ভারতের পশ্চিমবঙ্গে ‘ফেলুবক্সী’ নামের এক সিনেমায় কাজ করেছেন ঢালিউড তারকা পরীমণি। টলিউডে এবারই প্রথমবারের মত কাজ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমাটিতে পরীর সঙ্গে আরও দেখা যাবে কলকাতার মধুমিতা ও সোহমকে। শিগগিরই মুক্তি পাবে ছবিটি। তাই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চলছে ‘ফেলুবক্সী’ সিনেমার প্রচার।

এদিকে সিনেমা প্রচারের অংশ হিসেবে কলকাতার করবাগান সার্বজনীন পূজামণ্ডপের প্রবেশমুখে দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমার পোস্টার। প্রবেশদ্বার ঢেকে দেওয়া হয়েছে সিনেমার পোস্টারে। তাতে দেখা যাচ্ছে একহাড়ি রসগোল্লা ও একটি পিস্তল। ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন পরীমণি। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য।’

pori

জানা গেছে, ‘ফেলুবক্সী’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ। শুরু হয়েছে মুক্তির প্রচারণা। এ জন্য বেছে নেওয়া হয়েছে এই দুর্গা উৎসব। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে অলি-গলিতে জানানো হচ্ছে যে, ফেলুবক্সী মুক্তি পাবে শিগগিরিই।

দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এতে তার সহশিল্পী টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় ফেলুবক্সীর ভূমিকায় অভিনয় করেছেন সোহম। মধুমিতাকে দেখা যাবে দেবযানী চরিত্রে। এতে আরো অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে।

কলকাতার এই সিনেমা ছাড়াও দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিকশন ‘রঙিলা কিতাব’। এটি পরিচালনা করেছেন ‘দেবী’ ছবির পরিচালক অণম বিশ্বাস।