টালিউড সুপারস্টার দেবের ‘খাদান’ মুক্তি পেয়েছে। ওপার বাংলার ‘খাদান’ সিনেমা প্রথম সপ্তাহে কলকাতায় ৪০টির ওপরে হল পেয়েছে। ভারতের অনলাইন সিনেমা টিকিট প্ল্যাটফর্ম বুকমাই শো থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ সিনেমা দিয়ে অনেকদিন পর স্বরুপে ফিরছেন টলিউড সুপারস্টার দেব। এর আগে ‘খাদানে’-এর পোস্টার, ট্রেলার, গান দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
দেবের ছবিমুক্তিতে বার্তা এল আরেক সুপারস্টার জিতের তরফ থেকে। দেবকে বিশেষ অনুরোধও করলেন তিনি।
দর্শক নাকি বাংলা সিনেমা বিমুখ। অন্য ধারার ছবি ছাড়া মূল ধারার বাণিজ্যিক ছবি তেমন ছাপ রাখতে পারছে না বক্স অফিসে। তার প্রভাব সামগ্রিক ভাবে পড়েছে ইন্ডাস্ট্রিতে। এ বার যেন দর্শককে হলমুখী করতে কোনও কসুর করছেন না দেব। মাঝে অন্য ধারার পারিবারিক ছবি করেছেন দেব। এ বার স্বমহিমায় বড় পর্দায় ফিরছেন অভিনেতা।
ইতিমধ্যেই দেবের সংলাপ ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’ ভাইরাল স্যোশাল মিডিয়ায়। অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘খাদান’ অন্য ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছে।
দেবকে ফের মূল ধারার বাণিজ্যিক ছবিতে ফিরতে দেখে জিৎ লিখলেন, ‘‘এই ছবির সকলকে শুভেচ্ছা। দেবকে আরও বেশি করে বাণিজ্যিক ঘরানার ছবিতে দেখতে চাই।’’
‘খাদান’ সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব, সঙ্গে আছেন যীশু সেনগুপ্ত এবং ইধিকা পাল। কয়লাখনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। সুজিত দত্ত রিনো পরিচালিত ‘খাদান’ মুক্তি পেয়েছে আজ। সিনেমাটি নিয়ে পুরো টিমই ব্যাপক আশাবাদী।