পর্দার বাইরে রাজনীতির মাঠেও সরব দেখা মিলে শোবিজ তারকাদের। দেশে বিদেশে অনেক তারকাই নাম লেখাচ্ছেন রাজনীতিতে। তাদের উদ্দেশে এবার এক মন্তব্য করলেন ওপার বাংলার অভিনেত্রী শতাব্দী রায়। যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে ওপার বাংলার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, ‘অভিনেতাদের মধ্যে রাজনীতির রঙ আসা উচিত নয়। আর এতেই শুরু হয় আলোচনা-সমালোচনা। কেননা, শতাব্দী নিজে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং তিনবারের সাংসদ। অথচ তার মুখে এমন কথা শুনে অনেকেই অবাক হয়েছেন।
শতাব্দী মনে করেন, সিনেমার কাজ সম্পূর্ণ একটি শৈল্পিক জায়গা। যারা শিল্পকে ভালোবাসেন, তাদের উচিত সেদিকেই মনোনিবেশ করা। তার এই কথাটি এমন এক সময়ে সামনে এলো, যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের আগমন নতুন কোনো বিষয় নয়। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি, বামফ্রন্ট- সব দলেই এখন অসংখ্য তারকা মুখ। দেব, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা-পরিচালকরা একইসঙ্গে রাজনীতি এবং অভিনয় উভয়ই সামলাচ্ছেন।