ভারতের সিনেমায় প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা দেখানো নতুন নয়। এবার টলিউডের ‘রক্তবীজ ২’ টিজারে বাংলাদেশের অস্থির সম্পর্ক ও শেখ হাসিনার উপস্থিতির ইঙ্গিত মিলেছে।
বুধবার (১৪ আগস্ট) প্রকাশিত ‘রক্তবীজ ২’-এর টিজারে দুই জুলাইয়ের অভ্যুত্থানের পরের সময় দেখানো হয়। শুরুতেই বলা হয়, ‘যতবার ভারত-বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথাচাড়া দিয়েছে উগ্র সন্ত্রাসবাদ।’ এরপর শোনা যায় নারীকণ্ঠে সংলাপ, ‘কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম।’
এ সংলাপ থেকেই বোঝা যায়, রক্তবীজের সিক্যুয়েলে বাংলাদেশ গুরুত্ব পাচ্ছে। থাকছে শেখ হাসিনার পতনের অংশ। কেননা টিজারে এক ঝলক দেখা গেছে হাসিনাকে। তার চরিত্রে ছিলেন সীমা বিশ্বাস। রাজনীতিবিদের ভুমিকা দেখা গেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।
এছাড়া মারকুটে ভূমিকায় দেখা গেছে আবীর-মিমিকে। পঙ্কজ সিংহ ও সংযুক্তা মিত্র চরিত্রে তারা আগের মতোই সাবলীল বলে মনে হলো। এক ঝলক রোমাঞ্চেও ছিলেন তারা। দেখা গেছে অঙ্কুশও। তবে আগের মতো গানে না। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আসছেন তিনি। দেখে ধারণা করা যাচ্ছে এ এক অন্য অঙ্কুশ।
নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরাত জাহান। দেখা গেছে কাঞ্চন মল্লিককে। মুক্তির তারিখও জানানো হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর আসছে সিনেমা হলে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার পুজা জমবে ‘রক্তবীজ ২’-এর সঙ্গে।