টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট? সত্য নয়

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। তবে দিন শেষে সেই পোস্টগুলো ঘিরে  অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতে জানা যায় - নির্দিষ্ট কিছু তারকাকে অর্থ দেওয়া হয়েছে এসব পোস্ট করার জন্য।

এরপর গুজবে পালে হাওয়া দেয় কথিত এক ব্যাংক স্টেটমেন্ট ভাইরাল হলে। যেখানে দেখা যায় মেহের আফরোজ শাওনের এসসিবি অ্যাকাউন্ট থেকে ১৩-১৪ আগস্টের মধ্যে নয়জন শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে পাঠানো হয়েছে।

বিষয়টি থেকে তারকামহল থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি জানায়, সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।

তাদের তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ১১ ডিজিটের। এছাড়াও যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। সঙ্গে লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার। তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও, এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।

Rumor Scanner

রিউমর স্ক্যানার জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে।

তাদের মূল্যায়ন অনুযায়ী, কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে।