কলির সাথে সোনালি অতীতে ফিরতে চায় নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল করে অনেক আগেই ঘোষণা দিলেও বেশ বেগ পেতে হয়েছে নিপুণকে। তার প্যানেলের সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে কে হচ্ছেন তার প্যানেলের সভাপতি প্রার্থী তা নিয়ে ছিলো নানা জল্পনা কল্পনা। 

পরে সবাইকে চমকে দিয়ে সম্প্রতি সভাপতি পদে একসময়ের নায়ক মাহমুদ কলির নাম ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে নিপুণ বলেন, অনেকের ধারণার বাইরে ছিল যে মাহমুদ কলি সাহেব সভাপতি পদে আসবেন। আমি এ জায়গাটায় অভিজ্ঞ মানুষকে চেয়েছি। যারা এর আগে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, তারাই আসুক এখানে। সেই দিক থেকে মাহমুদ কলি ভাই খুবই অভিজ্ঞ। এর আগে দুবার সভাপতি, দুবার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেরন। তার জন্য  কাজ করা অনেক সহজ হবে। আমরা শিল্পীরা তাকে পেয়ে আনন্দিত। 

এই অভিনেত্রীর ভাষ্য, সবাই এখন সিনেমার সোনালি অতীতের কথা বলেন। আমরা মাহমুদ কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই।

সভাপতি প্রার্থী মাহমুদ কলি বলেন, আমি একটা সময় সবাইকে সঙ্গে নিয়ে এখানে কাজ করেছি। আমি এখন আর সিনেমা করব না, এখানে শুধুই শিল্পীদের জন্যই কাজ করতে আসা। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে নির্বাচিত করুন, শিল্পীদের জন্য, সিনেমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।