বাণিজ্যিক চুক্তিতে একসঙ্গে শাকিব ও সিয়াম

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক শাকিব খান ও সিয়াম আহমেদ। সময়ের ব্যবধানে আলাদা দুটি প্রজন্মের প্রতিনিধি তারা। যদিও বয়সকে হার মানিয়ে শাকিব এখনো তার পরবর্তী প্রজন্মের নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে করে যাচ্ছেন রোমান্স, অ্যাকশন।

রুপালি পর্দার সবচেয়ে হিট নায়কও শাকিব। তাই ভক্তরা যতোই তর্কে জড়াক কিংবা যার যার প্রিয় নায়ককে এগিয়ে রাখার বাহাস করুক শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বরং তাকে প্রেরণা হিসেবেই গ্রহণ করেন সিয়ামেরা। অনেক সিনেমাপ্রেমীরাই প্রত্যাশা করেন শাকিব খান তার পরবর্তী নায়কদের নিয়ে একসঙ্গে সিনেমা করুন।

সেই ভাবনার মধ্যে শাকিবের সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দুই প্রজন্মের ‍দুই নায়ককে একসঙ্গে দেখা গেছে। যা বেশ কৌতুহলের জন্ম দিয়েছে তাদের ভক্তদের মনে।

তবে ছবি খোঁজ নিয়ে জানা গেল কোনো সিনেমা নয়, শাকিব-সিয়াম এক হয়েছেন বাণিজ্যিক একটি চুক্তিতে।

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সেই সূত্রে তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন।