বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবর। সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি রাজপথেও ছিলেন সক্রিয়। শুধু তাই নয়, ছাত্রহত্যার প্রতিবাদ জানাতে নিজের ছেলেকে নিয়েও হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন এই গায়ক।
পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে Zen-Z এর পক্ষ থেকে। তাদের সাথে দেশ সমাজ রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সার্জিস আলম মৃদুভাষী।
আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মু্ক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী- বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।
ভালবাসা অবিরাম...
সেই পোস্টে একজন লিখেছেন, চিনি মনে করে লবণ খেয়েন না প্রিয় গায়ক। চিনি আর লবণ কিন্তু দেখতে একই রকম।
উত্তরে আসিফ লিখেন, তাই নাকি ! এই তথ্য তো আগে জানতাম না! যাই হোক নিষিদ্ধ জিনিস এখন চলে না।