জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত ২৮ অক্টোবর তার ৪১তম জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল তার একমাত্র মেয়ের একটি মন্তব্য।
এ প্রসঙ্গে বাঁধন বলেন, আমার একমাত্র মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।
মেয়ের এমন আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে যে, এখনও ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।
তিনি আরও বলেন, অনেক বেশি ফোকাস আমি। ভালোর দিকেই যাচ্ছে সবকিছু। জীবন বেশ সুন্দর। জীবন মানেই কর্মময় এবং অনেক কিছু।
এদিকে আগামী মাসে শুটিংয়ে ফিরবেন বাঁধন। সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’র কিছু দৃশ্যের কাজ এখনও বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনকে দেখতে পাবেন দর্শকেরা।
উল্লেখ্য, বহু গুণে গুণান্বিত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক, মডেলিং ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। পাশাপাশি বাঁধন একজন চিকিৎসকও। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন এই বাংলোদেশি অভিনেত্রী।