ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। রুপালী পর্দার বাইরেও একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন এই নায়ক।
সেখানে শোবিজ তারকাদের নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজনের কথা জানান এই নায়ক। বিসিবির কাছেও এ বার্তা পৌঁছে দিতে চান তিনি।
সিয়াম বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে সবুজ সংকেত পেয়েছি। এখন বিসিবি যদি আমাদের সঙ্গে থাকলে বড় কিছুই হবে। যদি তারা না আসেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ তারকাদের নিয়ে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আমরা খেলব।
অভিনেতা আরও বলেন, ক্রিকেটকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনের সবাইকে এক করাই আমাদের উদ্দেশ্য। এখানে শুধু আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতরাই খেলবেন, এমন নয়। এর বাইরেও যারা আছেন, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাব। সাম্প্রতিক সময়ে শোবিজের মানুষদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। তাই এ ধরনের পরিকল্পনা। তাতে আমাদের মধ্যে শক্ত সংযোগ স্থাপন হবে। বিনোদনের সবাইকেই আমরা যুক্ত করতে চাচ্ছি।
এটি যে কোনো সময় হতে পারে জানিয়ে সিয়াম বলেন, বিপিএল শুরুর আগে বা টুর্নামেন্টের পরে, নয়তো মাঝামাঝি সময়ও হতে পারে।
উল্লেখ্য, গত বছরও শোবিজ তারকাদের নিয়ে একটি ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছিল। সব তারকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে খেলায় তারকাদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনা ঘটায় আয়োজনটি আর শেষ করা সম্ভব হয়নি।