পুরো পরিবারের জামা-কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা: পপি

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে। এবার স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে এসেছেন এ চিত্রনায়িকা। 

পপি চুপিসারে বিয়ে করে সংসার করছেন পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে। তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত।

সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে বাবার (আমির হোসেন) জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে পপির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বোন ফিরোজা বেগম। জিডি নং-২১০।

পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে। মা, ভাই ও বোনদের পপির বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন পপি ও তার স্বামী। এ প্রসঙ্গে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যাচ্ছিলো না।

অবশেষে অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন পপি। তিনি বলেন, ‘৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’

পপির বিরুদ্ধে পেশি শক্তি প্রয়োগ করে জমি দখলের অভিযোগ এনেছে পরিবার। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে নায়িকা বললেন, ‘আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।’

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি, ছবি: সংগৃহিত

পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে সে কথা জানিয়ে পপি বলেন, ‘এদের জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা। আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি। ৯৫ সালে আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।’

বলে রাখা ভালো, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে তিনি মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পপির মায়ের অভিযোগ, তিনি যে বাড়িতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা।

জানা গেছে, এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামী আদনান কামালের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। অন্যদিকে পপির সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। এই মুহূর্তে পপি খুলনায় স্বামীর সঙ্গে রয়েছেন, এক বান্ধবীর বাসায়। রাজধানীর ধানমন্ডি ১৩ নম্বর রোডে তারা দীর্ঘদিন ধরে বাসবাস করছেন।