বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে ইতোমধ্যে দুই ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বুবলি।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। তিনি কাজের ফাঁকে নিজেকে সময় দিতে খুব পছন্দ করেন। উদযাপন করেন নিজেকে নিয়ে খাবারের আনন্দ আয়োজন।
এবার ফেসবুকে সাদা-লাল স্কার্ট পরে ভিন্নলুকে সামনে এলেন ‘জংলি’খ্যাত নায়িকা। পেছনে বিস্তীর্ণ সবুজের আবহ। তিনি বললেন প্রকৃতির মাঝে থাকতে তার অসাধারণ লাগে।
একগুচ্ছ ছবির সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়ে দেন অভিনেত্রী।
বুবলী বলেন, ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো, ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস-মুরগি, গরু ছাগল পালবো। প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।
এদিকে এবারের কোরবানি ঈদেই নতুন রূপে বুবলীকে দেখবে দর্শক। খুব শিগগিরই তার প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে নতুন কিছু কাজ প্রকাশ পেতে চলেছে।