আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি আবারও সরব হয়েছেন তার সন্তানদের ঘিরে চলা সামাজিক মাধ্যমের নানা সমালোচনার বিরুদ্ধে। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে ‘দত্তক’ শব্দ ঘিরে ছড়িয়ে পড়া ট্রল-টিটকিরির জবাব দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না।
সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পরীমণির কন্যা শিশুকে ঘিরে নানা জল্পনা ছড়াচ্ছিলেন, অনেকে আবার তাকে ‘দত্তক’ বলে দাবি করে ট্রল কনটেন্ট বানাচ্ছিলেন। বিষয়টি নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করে পরীমণি বলেন, মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে আমি বুঝি না। তিনি বলেন, শোবিজ তারকা হলেও আমাদের ব্যক্তিগত জীবনটা একদম সাধারণ। ঘরে আমি নিজেই রান্না করি, বাচ্চাদের খাওয়াই। শরীর খারাপ না থাকলে বা শুটিং না থাকলে তাদের সব কাজ নিজের হাতে করি।
পরীমণি জানান, মেয়ের ছবি বা ভিডিও দেখলেই কিছু ‘অতি উৎসাহী’ মানুষ কনটেন্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে। ক্ষুব্ধ অভিনেত্রী লেখেন, আমার ইচ্ছা হলে আমি আমার মেয়ের ছবি দেবো, না হলে দেবো না। এটা নিয়ে যাদের সমস্যা আছে, তারা মাথায় ঢুকিয়ে নিন আমার মেয়ে কোনো ব্যবসার পণ্য নয়।
সোশ্যাল মিডিয়ার এই অনাকাঙ্ক্ষিত কৌতূহলকে একধরনের ব্যক্তিগত আক্রমণ মনে করছেন পরীমণি। তিনি লেখেন, নিজের জীবনের অভাব-অভিযোগ ঢাকতে অনেকেই অন্যের জীবন নিয়ে ব্যস্ত। অথচ আমাদের জীবনও খুব সাধারণ।
সবশেষে ট্রলের জবাবে হালকা রসিকতার ঢংয়ে অভিনেত্রী লেখেন, আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি... খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
পরীমণির এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে তার ব্যক্তিগত জীবন, সামাজিক মাধ্যমের মাত্রাহীন আগ্রহ এবং সেলিব্রেটিদের গোপনীয়তার অধিকারের প্রশ্ন।