জাহের-সামান্তা অভিনীত ‘ফাঁকা আওয়াজ’ এর শুটিং শুরু

মাইদুল রাকিবের নির্মাণে ও সাজু মুনতাসীরের প্রযোজনায় ‘ফাঁকা আওয়াজ’ নাটকের শুটিং শুরু হয়েছে। এতে জাহের আলভী ও সামান্তা পারভেজ অভিনয় করছেন। বুধবার (৬ আগস্ট) পিরোজপুর শহর ও আশপাশে শুটিং অনুষ্ঠিত হয়।

নির্মাতা মাইদুল রাকিব ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাটকের কলাকুশলীদের নিয়ে এসেছেন পিরোজপুর শহরে; সেখানকার শহীদ মিনার প্রাঙ্গণ, টাউন ক্লাব মাঠেও চলেছে শুটিং; যা চলবে আগামী সোমবার পর্যন্ত।

নির্মাতা জানান, ‘ফাঁকা আওয়াজ’ একটি দীর্ঘ ধারাবাহিক যা প্রযোজনা প্রতিষ্ঠান ‘1952’ এর সাজু মুনতাসীর প্রযোজনায় তৈরি হচ্ছে। নাটকটি ভুয়া চরিত্র ও তাদের মুখোশ উন্মোচনের গল্প নিয়ে গড়া।

জেলা শহর পিরোজপুরে শুটিং নিয়ে নির্মাতা বলেন, গল্পের জন্য জেলা শহর প্রয়োজন ছিল, প্রযোজকের পরামর্শে পিরোজপুরে শুটিং হচ্ছে। এখানে সবাই সহযোগিতা করছে এবং মানুষও খুব সহায়ক।

পিরোজপুর উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু বলেন, পিরোজপুরে আগে সাংস্কৃতিক ঐতিহ্য ও নাট্য সংগঠন প্রচুর ছিল। সম্প্রতি একটি প্রযোজনা সংস্থা শুটিং করতে আসায় এখানের সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

এদিকে, ‘ফাঁকা আওয়াজ’ নাটকটির মূল চরিত্রে রয়েছেন জাহের আলভী ও সামান্তা পারভেজ। ‎এছাড়াও আরও অভিনয় করছেন- শিবা শানু, চাষী আলম, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, হায়দার আলী, মাছুম বাশার, শহীদুন্নবী, এস এম আলমাস, মাসুদ পারভেজ সাগরসহ অনেকে।