জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে মিথিলার প্রাক্তন স্বামী গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনায় অভিনেত্রী। কিন্তু চর্চা যেন পিছু ছাড়েনি মিথিলার।
তাহসানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। সুখের সংসারই চলছিল তাদের, কিন্তু সেসব শুধুই এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন; শোনা যায় বিচ্ছেদ চর্চাও।
দীর্ঘদিন হলো সৃজিতকে কলকাতায় ফেলে ঢাকায় সময় কাটাচ্ছেন মিথিলা। এর পেছনে অনেকে সম্পর্কের টানাপোড়েনকে দায়ী করছেন।
সম্প্রতি এক পডকাস্টে এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মিথিলা। সেখানে তিনি বলেন, ২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত আমি কলকাতায় যাইনি, কারণ আমার ভিসা নেই। তার এই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও জোরদার হয়।
অন্যদিকে সামাজিকমাধ্যমে চোখ রাখলে এটা স্পষ্ট মিথিলা দূরে থাকলেও কিছুই আসে যায় না সৃজিতের। তিনি ব্যস্ত নিজের নতুন সিনেমার নায়িকা সুস্মিতার সঙ্গে ঘোরাঘুরিতে। কখনও সাগর পাড়ে আবার কখনও পূজার আনন্দে। তাই দেখে দুইয়ে দুইয়ে যখন চার মেলাচ্ছেন নেটিজেনরা, তখন মুখ খুললেন মিথিলা।
তাকে প্রশ্ন করা হয় সৃজিতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে? উত্তরে মিথিলা বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। সৃজিত কি এখনও আপনার স্বামী? তিনি বলেন, হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।
মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি।